প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক শাহ আলমের ছয়টি গরু ছিল। রোববার গভীর রাতে গরুগুলোকে মশার উপদ্রব থেকে বাঁচাতে গোয়ালে কয়েল জ্বালিয়ে দেন শাহ আলম। রাতের কোনো একসময় ওই কয়েল থেকে গোয়ালের একপাশে রাখা তুলার স্তুপে (গরুর কৃত্রিম খাবার) আগুন ধরে যায়। ফলে আগুন দ্রুত গোয়ালে ছড়িয়ে পড়ে পাঁচটি গরু পুড়ে ভস্ম হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
কৃষক শাহ আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে ঋণ করে সংসারে স্বচ্ছলতা আনতে আমি ছোট করে গরুর ফার্ম করেছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন একপ্রকার নিঃস্ব হয়ে গেলাম।